Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বঙ্গবন্ধু কর্ণার

বঙ্গবন্ধু কর্নার

মুক্তিযুদ্ধের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে বিশ্বজুড়ে আয়োজিত হচ্ছে নানা কর্মসূচী ও নানা উদযাপন অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মুজিববর্ষ উদযাপনের বিভিন্ন অনুষ্ঠানের অংশ হিসেবে বাহিনীর সকল রেঞ্জ, ব্যাটালিয়ন ও জেলা কার্যালয়ে ‘‘বঙ্গবন্ধু কর্নার’’ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে পটুয়াখালী জেলা আনসার ও ভিডিপি কার্যালয় এ  ‘‘বঙ্গবন্ধু কর্নার’’ স্থাপন করা হয়েছে। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের অভিপ্রায়ে সৃষ্ট এ ‘‘বঙ্গবন্ধু কর্নার’’ -এ রয়েছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ, দর্শন ও মুক্তিযুদ্ধ বিষয়ক নানা গ্রন্থ ও ডকুমেন্টারি, রয়েছে ইতিহাসের স্বাক্ষ্য হিসেবে নানান আলোকচিত্র। বাংলাদেশ আনসার ও ভিডিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে এই উদ্যোগ তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনাচরন ও আদর্শ সম্পর্কে শুধু ধারনাই দিবে না বরং বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়ার অনুপ্রেরনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।